যশোর: শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় এক ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত পারভেজ (২৭) জেলা সদরের বাহদুরপুর গ্রামের হঠাৎপাড়ার তোতা মিয়ার ছেলে। তিনি ভ্যানে বিভিন্ন মালামাল ফেরি করে শহরে বিক্রি করতেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে বউবাজার এলাকায় অজ্ঞাত একদল সন্ত্রাসী পারভেজকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা পরে তাকে উদ্ধার যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: কুড়িগ্রামে মাকে কুপিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
নিহতের পিতা তোতা মিয়া জানান, রাতে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপু তাকে ফোন দিয়ে পারভেজকে ছুরি মেরে হত্যার সংবাদ জানান। এরপর হাসপাতলে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান তিনি।
তিনি আরও বলেন, ‘আমি লোকমুখে শুনতে পেরেছি মুখবাঁধা তিনজন এসে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।’
হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম আব্দুর রশিদ বলেন, পারভেজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে নামাজরত মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা কেন এই ঘটনার ঘটিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।
নড়াইল: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার হবখালী ইউনিয়নের চরসিংঙ্গিয়া গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন।
নিহত সাবু মোল্যা (৩২) পার্শ্ববর্তী কোমখালী গ্রামের শফিয়ার মোল্যার ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
কুমিল্লায় সাবেক স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
পুলিশ ও এলাকাবাসী জানান, সন্ধ্যায় সাবু মোল্যা সিংঙ্গিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে চরসিংঙ্গিয়া এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাবু মোল্যার পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের বাদশা, ইকবাল, সোহেল ও আলামিনসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করেছেন।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।