পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার এক স্বাস্থ্যকর্মী করোনা শনাক্ত করা হয়েছে।
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই ফার্মাসিস্টসহ রাঙ্গামাটি জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬ জনে।
সোমবার রাতে চট্টগ্রাম থেকে আসা রাঙ্গামাটির দুটি রিপোর্টের মধ্যে একজনের করোনা পজেটিভ ধরা পড়ে বলে জানান রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মঙ্গলবার পর্যন্ত জেলায় আইসোলেশনে আছেন ১১ জন, কোয়ারেন্টাইনে আছেন ৬০৩ জন, চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠানো মোট নমুনা ৯২৬ এর মধ্যে ৭৭২ জনের প্রতিবেদন পাওয়া গেছে। ১৫৪ জনের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। রাঙ্গামাটিতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন পাঁচজন।
উল্লেখ্য, গত ৬ মে রাঙ্গামাটিতে প্রথম চারজনের করোনা শনাক্ত হয়।