বনানী পুলিশ চেকপোস্টে পিস্তলের গুলিতে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তার সহকর্মীদের বরাত দিয়ে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
নিহত পুলিশ কনস্টেবল আশরাফুজ্জামান রনি (২২) মিরপুর পুলিশ লাইন্সে থাকতেন। ঢাকার ধামরাই উপজেলার রনি ২০২০ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, বনানী-১১ নম্বর সড়কের বনানী চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন রনি।
তিনি জানান, এক পর্যায়ে সকালে রনি ওয়াশরুমে গেলে ভেতর থেকে গুলির আওয়াজ শোনা যায় বলে চেকপোস্টে থাকা আরেক পুলিশ কনস্টেবল বলেছেন।
আরও পড়ুন: মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ওয়াশরুমের ভেতরে রনি একাই ছিলেন বলে দাবি করেন তিনি।
গুলির শব্দ শুনে সহকর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া বলেন, ঘটনার সময় কর্তব্যরত তার সহকর্মীদের সন্দেহ হয় যে রনি আত্মহত্যা করে থাকতে পারে।
পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানান বাচ্চু মিয়া।
আরও পড়ুন: ৫০ বছরে চরম আবহাওয়ায় ২ মিলিয়ন মানুষের মৃত্যু ও ৪ ট্রিলিয়ন ডলার আর্থিক ক্ষতি: ডব্লিউএমও