রাজধানীর কামরাঙ্গীরচরে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে একটি ভাড়ি মেশিন প্লাস্টিক কারখানায় ঢুকানোর সময় এই ঘটনা ঘটে।
মৃত শ্রমিক মো. শাহিন (৩৩) ওই এলাকার মজিবর রহমানের ছেলে।
শাহীনের সহকর্মী রজবের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমরা লেবারের কাজ করি, ভোরে বিক্রমপুর প্লাস্টিক কারখানায় একটি মেশিন সাপ্লাই দিতে গিয়ে ঐ মেশিনটি কারখানায় ঢোকানোর সময়ে গেইটের সামনে বৈদ্যুতিক তারে শাহিন বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পরে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি। ঠিকাদারের অধীনে তারা কাজ করে বলে জানান এক সহকর্মী।
আরও পড়ুন: তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরাপত্তারক্ষীর মৃত্যু