রাজধানীর মিরপুর এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বাসে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত কয়েকজন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, রাত ১১টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়।
তিনি বলেন, মিরপুরের দিয়াবাড়ি এলাকার রয়েল সিটি গেটের নয়তলা ভবনের পাশে পার্ক করা 'ট্রান্স সিলভা' পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় তারা।
আরও পড়ুন: সারাদেশে ৩৭ ঘণ্টায় ১৫টি অগ্নিকাণ্ড হয়েছে: ফায়ার সার্ভিস
খবর পেয়ে কল্যাণপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সারা দেশে মোট ১৫টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এর মধ্যে রাজধানীর হাজারীবাগ, তাঁতিবাজার, কাকলী, মিরপুর, ধানমন্ডি, বারিধারা ও মাতুয়াইল এলাকায় ৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ২৭ ঘণ্টায় ১৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে: ফায়ার সার্ভিস
অগ্নিসংযোগকারীদের ধরতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা ডিএমপি কমিশনারের