রাজশাহীর বাঘায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার পাকুড়িয়া এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত তরিনা বেগম (৪০) ওই এলাকার রুজদার আলীর (৫০) স্ত্রী।
আব্দুল মান্নান জানান, তরিনার স্বামী রুজদার আলী মাদকাসক্ত ও ঋণগ্রস্ত। বাপের বাড়িতে টাকা চাইতে আসার ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ হতো। সর্বশেষ শনিবার বিকালে এলাকার একজন মুদি ব্যবসায়ী রুজদারের বাড়িতে এসে পাওনা টাকা চায়। এ নিয়ে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ঘটে। সকালে রুজদার আলী তার স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন: সিলেটে হোস্টেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
বাঘা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখি বারান্দায় লাশ ঝুলছে। পরে বাঘা থানায় খবর দেয়া হলে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবদুল করিম জানান,রবিবার সকালে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এ ঘটনায় মৃত গৃহবধূর চাচা আব্দুল মান্নান বাঘা থানায় একটি হত্যা মামলা করেছেন। আমাদের ধারণা এই মৃত্যুর ঘটনাটি রহস্যজনক।