রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভরুয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ছয় জন।
নিহত খোয়াজ আলী (৪৫) উপজেলার পালপাড়া গ্রামের মো. জালালের ছেলে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পুঠিয়া সদর স্টেশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের কর্মীরা জানান, দুর্ঘটনায় আহত আরও ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বিশ্ববিদ্যালয় স্টেশনের লিডার সাইদুর রহমান জানান, রাজশাহীর আমচত্বর-বেলপুকুর বাইপাস সড়ক হয়ে একটি যাত্রীবাহী বাস নাটোরের দিকে যাচ্ছিল। পথে বেলপুকুর থানার ভরুয়াপাড়া এলাকায় নাটোর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রাক সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
তিনি জানান, তারা মোট সাত জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে এনেছেন। এর মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।