রাজশাহীর গোদাগাড়ীতে মাটির নিচে থেকে প্রায় কোটি টাকার হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় এক যুবককে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) উপজেলার চর আষাঢ়ীয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার তহুরুল ইসলাম (২৩) ওই এলাকার সাইদুর রহমানের ছেলে।
সোমবার র্যাব-৫ এর রাজশাহী ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন: জুন মাসে ১৮৪.৩৬ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে: বিজিবি
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব -৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ীর উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচক এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী তহুরুল ইসলাম মাদকের একটি বড় চালান নিয়ে তার বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে তহুরুল ইসলামের বাড়ি ঘেরাও করে র্যাব।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর সময় র্যাব তহুরুলকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তিন ফিট মাটির নিচে পোতা অবস্থায় এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, তহুরুল ইসলামকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: মে মাসে ২৮২ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি