রাজশাহীর পুঠিয়া উপজেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ৫৫ বছর বয়সী এক চিকিৎসক নিহত ও তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের গোপালহাটি তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডা. কফিল উদ্দীন উপজেলার গোপালহাটি গ্রামের বাসিন্দা ও দুর্গাপুর উপজেলার মাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারি চিকিৎসক ছিলেন।
পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাকারুল ইসলাম বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন মারা গেছেন ও অপর মোটরসাইকেল তিন আরোহী আহত হয়েছেন।
ডা. কফিলকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে সারাদেশে ২ হাজার ১৫৯টি সড়ক দুর্ঘটনায় ২৯১ নারী ও ৩৮১ শিশুসহ কমপক্ষে ২ হাজার ৩২৯ জন নিহত এবং ৪ হাজার ৩৬১ জন আহত হয়েছে।
সারাদেশে ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত মহাসড়ক এবং জাতীয়, আন্তঃজেলা ও আঞ্চলিক সড়কে সড়কে এসব দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: এশার নামাজ পড়ে ফেরার পথে মোটরসাইকেল চাপায় ব্যক্তি নিহত