রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. কেরামত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ পানির টাঙ্কি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার কেরামত আলী নগরীর হেতেমখাঁ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
আরও পড়ুন: রাজশাহীতে চুরির অভিযোগে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশের কাজে বাধা প্রদান, বেআইনীভাবে সমাবেশ করা, পুলিশের ওপর আক্রমণ করাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অপরাধে নতুন একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি এই জামায়াত নেতা দলকে শক্তিশালী করতে বিভিন্ন স্থানে গোপন বৈঠক করেছেন। নাশকতার পরিকল্পনার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।
কেরামত আলীকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজশাহীতে অবস্থান কর্মসূচি থেকে বিএনপির ৭ নেতাকর্মী আটক