রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জনের করোনা পজেটিভ ছিল। অন্য ৭ জন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জন করে।
আরও পড়ুন: মাগুরায় করোনা নিয়ন্ত্রণে লকডাউন শুরু
এ নিয়ে চলতি মাসের গত ১৯ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ১৯ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে ১৯৩ জন মারা গেছেন।
এর আগে শুক্রবার ১২ জন ওই হাসপাতালে করোনায় মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: রামেক হাসপাতালে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু!
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। এর মধ্যে রাজশাহীর ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়, নাটোরের চার, নওগাঁর পাঁচ ও পাবনার একজন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।
শনিবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালের ৩০৯টি বেডের বিপরীতে ভর্তি আছেন ৩৬৫ জন। এর মধ্যে রাজশাহীর ২১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮৭, নাটোরের ২৫, নওগাঁর ২৪, পাবনার ছয় ও কুষ্টিয়ার চার জন।
এদিকে, রাজশাহীতে করোনা শনাক্তের হার কমেছে। শুক্রবার দু’টি ল্যাবে রাজশাহীর ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
আরও পড়ুন: দেশে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
রাতে প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী, আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৮১ শতাংশ কমে করোনা শনাক্তের হার হয়েছে ৩০ দশমিক ছয় শতাংমে পৌঁছেছে। যা আগের দিন ছিল ৪৩ দশমিক ৮৭ শতাংশ।