পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ নিয়ে আরও একটি রুশ জাহাজ খুলনার মোংলা বন্দরে ভিড়েছে। রবিবার ‘এমভি ইসানিয়া’ নামের রাশিয়ান পতাকাবাহী ওই জাহাজটি বন্দরের ৮নং জেটিতে নৌঙ্গর করে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার লজিস্টিক লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী মো. শিবলী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমাদানি করা মালামাল নিয়ে এমভি ইসানিয়া নামে এই জাহাজটি ১৭ আগস্ট রাশিয়া থেকে ছেড়ে আসে। ২৪ দিনের মাথায় জাহাজটি মোংলা বন্দরে এসে ভিড়েছে।
তিনি জানান, জাহাজটিতে ২৭৪ প্যাকেজে ৯৮৭ মেট্রিকটন ওজনের বিভিন্ন ইলেকট্রিক্যাল মালামাল রয়েছে। জাহাজটি থেকে মালামাল খালাস করার পর সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেয়া হবে।
আরও পড়ুন: ইউক্রেন হামলার পর দ্বিতীয় রুশ জাহাজ মোংলায় পৌঁছেছে
তিনি আরও জানান, এই জাহাজটির শিপিং এজেন্টে কনভেয়ার শিপিং লাইন। কনভেয়ার শিপিং লজিস্টিক লিমিটেড পণ্য খালাস করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মালামাল পৌঁছে দেয়ার দায়িত্বে রয়েছে।
মোংলা বন্দর সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানি করা মালামাল মোংলা বন্দর ব্যবহার করে আনা হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মাঝখানে রাশিয়া থেকে মালামাল আসা বন্ধ ছিল।
১ আগস্ট রাশিয়া থেকে আবারও রূপপুর পারমাণবিক বিদুকেন্দ্রের মালামাল মোংলা বন্দরে আসছে। তারই ধারাবাহিকতায় রাশিয়া থেকে চতুর্থ চালানে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে জাহাজ এমভি ইসানিয়া মোংলা বন্দরে ভিড়েছে।
প্রসঙ্গত, এর আগে ১ আগস্ট রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি কামিল্লা, ৫ আগস্ট লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি ড্রাগনবল এবং ৬ সেপ্টেম্বর বেলিজ পতাকাবাহী জাহাজ এমভি ইউনিউইসডম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভেড়ে।