কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাদাত হোসেন।
আগুনে প্রায় দশ হাজারেরও বেশি রোহিঙ্গাদের বসতঘর পুড়ে গেছে। এছাড়া হুড়োহুড়িতে পড়ে গিয়ে হাজারো রোহিঙ্গা আহত এবং ৪০ হাজার গৃহহারা হয়েছেন।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা জানান, সোমবার বিকাল ৪টার দিকে উখিয়ার বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী অন্য ক্যাম্পে ছড়িয়ে পড়ে। সন্ধ্যার আগেই আগুন একে একে ৮ নম্বর ওয়েস্ট ৮, ১০ সর্বশেষ ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কক্সবাজার, উখিয়া, রামু ও টেকনাফ থেকে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এসময় সেনাবাহিনী, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য, রেডক্রিসেন্টের টিম ও স্থানীয় গ্রামবাসী যোগ দেয়। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, আগুনে রোহিঙ্গাদের ১০ হাজারেরও বেশি ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধরা হলেও এই সংখ্যা আরও বেশি হতে পারে। এছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন এনজিও অফিস ও পুলিশ ব্যারাক পুড়ে গেছে।