মহা ধুমধামের সাথে বিয়ের সব আয়োজন সম্পন্ন। বিশাল প্যান্ডেল বানানো হয়েছে, সেই সাথে আত্মীয় স্বজনদের দাওয়াত করাও শেষ। সকাল থেকে চলছে রান্না বান্না। কিন্তু বাদ সাধলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। করোনাকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় বিয়ের অনুষ্ঠান ভেঙে দিলেন তিনি। পাশাপাশি বর ও কনে পক্ষকে জরিমানাও করলেন।
শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউএনও মো. আব্দুল্লাহ আল মামুন বর ও কনের বাবাকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।
আরও পড়ুন: লকডাউনে বিয়ে করে জরিমানা গুনলেন বর
জানা গেছে, উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বটিনা বানিয়াপাড়া গ্রামের ভাগীরথ বর্মনের ছেলের সাথে শ্রী ইলেকশনের মেয়ের বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার রাতে বিয়ে বাড়িতে যাওয়ার কথা মেয়ে পক্ষের। বরের বাড়িতে মহা ধুমধামের সাথে বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়।
এ ব্যাপারে ইউএনও জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বর ও কনের বাড়িতে ছুটে যান তিনি এবং বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় প্যান্ডেল ভেঙে দেন। সেই সাথে করোনাকালীন বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় ছেলের বাবা ভগীরথকে ৫ হাজার টাকা ও কনের বাবা শ্রী ইলেকশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।