সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় জেলা সিভিল সার্জন মো. আবদুল গাফ্ফারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন।
আরও পড়ুন: মাগুরায় নিবন্ধনবিহীন ৭ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
সংশ্লিষ্টরা জানান, এতে নিবন্ধন না থাকা, অভিজ্ঞ টেকনিশিয়ান ও মান সম্মত যন্ত্রপাতি ব্যবহার না করার অপরাধে মিম ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, মা ও শিশু হাসপাতাল (প্রাইভেট) লিমিটেডকে ২০ হাজার ও নোভা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: লাইসেন্স নেই, খুলনার ২৬টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে তালা
জেলা সিভিল সার্জন মো. আবদুল গাফ্ফার জানান, নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে একের পর এক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল গড়ে উঠেছে। তাদের নিবন্ধন, দক্ষ টেকনিশিয়ান বা যন্ত্রপাতি নেই। এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ডায়াগনস্টিক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামীতেও এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়েও চিকিৎসা প্রদান, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
এদিকে, গত ১৩ নভেম্বর নিবন্ধন না থাকাসহ বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার অভিযোগে মাগুরায় একটি বেসরকারি ক্লিনিক, তিনটি বেসরকারি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
প্রতিষ্ঠানগুলো হলো -মাগুরা শহরের ভায়না টিটিডিসি পাড়ার নিউ একতা ক্লিনিক, শহরের হাজী আব্দুল হামিদ সড়কের মা প্রাইভেট হাসপাতাল, একই এলাকার মাগুরা কিংস্ প্রাইভেট হাসপাতাল, একই এলাকার মাগুরা কুইন্স ডায়াগনস্টিক সেন্টার, শহরের হাসপাতাল পাড়ার গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টার, একই এলাকার দি ল্যাবস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ও পিটিআই সড়কের দেশ প্রাইভেট হাসপাতাল।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় অনুমোদন ছাড়াই চলছে শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, শুক্রবার দুপুরে তিনি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শনকালে এসব প্রতিষ্ঠানের সরকারি কোনো নিবন্ধন নেই মর্মে দেখতে পান। পাশাপাশি চিকিৎসক, সেবিকাসহ প্রয়োজনীয় জনবল নেই এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনাও নেই। এ কারণে সন্ধ্যায় অভিযান চালিয়ে এগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।