লালমনিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার গোকুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওহাব মিয়া (২৪) রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বালাপাড়া গ্রামের আকবর আলীর ছেলে। আহত ফুয়াদ (২২) একই এলাকার আবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রংপুর থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল ওই দুই মোটরসাইকেল আরোহী। এরপর গোকুন্ডা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ ঘটনায় ঠিচটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ওহাব। আর ফুয়াদকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীসহ নিহত ২
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) বাদল চন্দ্র বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের যাত্রীরা রংপুর থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।