শনিবার থেকে নোয়াখালী পৌর এলাকা ও সদর উপজেলার ৬ টি ইউনিয়নে কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার থেকে ১১ জুন রাত ১২টা পর্যন্ত ৭দিন এই লকডাউন চলবে।
শুক্রবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক এই ঘোষণা দেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, নোয়াখালী পৌর এলাকাসহ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় প্রশাসন কঠোর লকডাউন ঘোষণা করে। শুক্রবার জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে।
আরও পড়ুন: খুলনার ৪ থানা এলাকায় কঠোর লকডাউন শুরু
লকডাউন চলাকালীন সময়ে এ সকল এলাকায় গণপরিবহন, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
খাবার হোটেল ও রেস্তোরায় বসে খাওয়া যাবে না। তবে সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত পার্সেল / টেকএওয়ে সার্ভিস গ্রহণ করা যাবে।
মন্ত্রীপরিষদ বিভাগের বিদ্যমান নির্দেশ অনুযায়ী নোয়াখালী পৌরসভায় এবং নোয়াখালী সদর উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান সমূহ পরিচালিত হবে।
আরও পড়ুন: সাতক্ষীরায় শনিবার থেকে ৭ দিনের লকডাউন
স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক জুম্মার নামাজসহ প্রতি ওয়াক্ত নামাজে সীমিত সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করতে পারবে।