চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কেজি ওজনের ২৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ এবং বিদেশ ফেরত এক বিমানযাত্রীকে আটকের দাবি করেছে কাস্টমস গোয়েন্দা।
বুধবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটক যাত্রীর নাম মোহাম্মদ আতিক উল্লাহ। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর এনায়েতপুরের বাসিন্দা।
তিনি এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ওই যাত্রীর শরীর তল্লাশিকালে কৌশলে বেল্টের সাহায্যে লুকিয়ে আনা স্বর্ণালংকার ও স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২২টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
জব্দ ২৪টি স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি এক লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা বলে বিজ্ঞপিতে উল্লেখ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান জানান, ওই যাত্রী সুকৌশলে কোমরের বেল্টের ভেতরে লুকিয়ে স্বর্ণের বারগুলো পাচারের চেষ্টা করছিলেন। বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউঞ্জে তাকে আটক করা হয়।
প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানান শুল্ক গোয়েন্দা।
আরও পড়ুন: শার্শা সীমান্তে ১১ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ৩