চুয়াডাঙ্গার দর্শনা থেকে বুধবার চার কেজি ৪০০ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদ খান (৪২) দর্শনার মোবারক পাড়া এলাকার আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।
জব্দ স্বর্ণের বাজার মূল্য তিন কোটি ৭৫ লাখ টাকা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, দর্শনা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হচ্ছে এমন খবর পেয়ে জীবননগর উপজেলার উথলী এলাকায় বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। পরে মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং স্বর্ণের বার জব্দ করা হয়।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছে।
এদিকে জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
আরও পড়ুন: শার্শা সীমান্তে ১১ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ৩