ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বন্ধ রয়েছে। এছাড়া কনকনে শীতের মধ্যে মাঝ নদীতে দুইটি ফেরি আটকা পড়েছে।
সংশ্লিষ্টরা জানান, ফেরি বন্ধ থাকায় উভয়পাড়ে শতশত যান পারাপারের অপেক্ষায় রয়েছে। সময় যত গড়াচ্ছে ক্রমেই অপেক্ষারত যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। ঘাট ব্যবহারকারীরা চরম দুর্ভোগ পড়েছেন।
বিআইডব্লিউটিসির ম্যানেজার প্রফুল্ল চৌহান জানান, কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে নৌপথ। ঘনকুয়াশায় বয়া, বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এই ফেরি বহরের ১৬ ফেরির মধ্য ১৩টি পারাপারের জন্য প্রস্তুত।
এদিকে, এই রুটে ৮৭ লঞ্চ ও ৪৫০ স্পিডবোর্ট সবই বন্ধ রয়েছে। গত তিনদিন ধরে ঘন কুয়াশায় এখানে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।