বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডেরর সূত্রপাত। এতে কোন রোগীর হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনার সময়ে হৃদরোগে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।
তিনি বলেন, রাত সাড়ে ৯টার পরে আমি হাসপাতালে নিয়মিত রোগী ভিজিটে ছিলাম। তখন সিসিইউতে হঠাৎ শর্টসার্কিটে আগুন লেগে যায়। তখন আমি নিজে থেকেই রোগীদের সরিয়ে নেই।
আরও পড়ুন: শেবাচিমের চিকিৎসকের বিরুদ্ধে রোগী বেসরকারি হাসপাতালে পাঠানোর অভিযোগ!
পরিচালক বলেন, অগ্নিনির্বাপনে হাসপাতালের প্রশিক্ষিত কর্মীদের প্রচেষ্টায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তারপরও ওই ওয়ার্ডের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। আমি ফায়ার সার্ভিসে খবর দেই। ওজোপাডিকোতে জানিয়ে বিদ্যুৎ সরবারহ বন্ধ করি।
ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, অক্সিজেন লাইনে কোন অগ্নিকাণ্ড ঘটেনি। যারা বলছেন তারা না জেনে বলছেন। আমি হাসপাতালে ভিজিটে তখন ছিলাম। রোগীদের হুড়োহুড়ির সময়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে তা আতঙ্কে বলে মনে হয় না। ওই রোগী আগেই গুরুতর অসুস্থ ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়লে গৌরনদীর সরিকলের বাসিন্দা ৬০ বছরের বৃদ্ধ রমনী দাসের মৃত্যু হয়েছে। তিনি ভর্তি থেকেই মুমূর্ষু ছিলেন।
হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার বলেন, রোগীদের পুনরায় সিসিইউতে নেয়ার কাজ চলছে।
আরও পড়ুন: সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ শ্রমিকের মৃত্যু