আটক সাইদুল ইসলাম (৪৮) শহরের ছিটপাড়া এলাকার বাছির উদ্দিনের ছেলে।
শুক্রবার র্যাব-১৪ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার এএম সবুজ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কালোবাজারীর জন্য মজুদ করা ভিজিএফের ৫০ কেজি ওজনের ১৬২ বস্তায় ৮ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয় এবং ব্যবসায়ী সাইদুল ইসলামকে আটক করা হয়। র্যাবের এ অভিযানের খবর পেয়ে নালিতাবাড়ীর ইউএনও আরিফুর রহমানও সেখানে উপস্থিত হন।
আটক সাইদুল ইসলামকে পুলিশে সোপর্দ করে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। অপর দুই আসামি হলেন- হাদিউল ইসলাম ও ইউনুস আলী।
র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, আটক সাইদুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিজিএফের চাল অবৈধ কালোবাজারী ও মজুদের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের পর জব্দ করা ভিজিএফের চালসহ তাকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।