শেরপুরে এবার করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
তবে এক দিনের ব্যবধানে শেরপুর এবং ময়মনসিংহে দেয়া পৃথক নমুনা পরীক্ষার ফলাফল এসেছে দুই রকম। ময়মনসিংহ থেকে বুধবার জানানো হয় ওসি মামুন কোভিড-১৯ নেগেটিভ। কিন্তু বৃহস্পতিবার শেরপুরে রিপোর্ট এসেছে পজেটিভ। এ নিয়ে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।
কিন্তু ওসি মামুন সর্বশেষ রিপোর্ট পাওয়ার পরই হোম আইসোলেশনে চলে গেছেন।
এ নিয়ে ২৬ পুলিশ সদস্যসহ জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা এখন ২৪৮। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০১ জন এবং মৃত্যুবরণ করেছেন তিনজন।
ওসি মামুন বলের, ‘আমার গত রবিবার থেকে জ্বর, শরীর ব্যথা ছিল। সোমবার শেরপুর সদর হাসপাতালে ও পরবর্তীতে মঙ্গলবার ময়মনসিংহে নমুনা দেই। ১ জুলাই ময়মনসিংহের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে ২ জুলাই পাওয়া শেরপুরের রিপোর্ট পজেটিভ। সামান্য জ্বর ও শরীর ব্যথা আছে। সবার কাছে দোয়া কামনা করছি।’