চলমান লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে এক জেলা থেকে আরেক জেলায় প্রবেশের কারণে দূর পাল্লার শতাধিক বাস আটক করেছে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ।
রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর, মিয়ারবাজারসহ বেশ কিছু এলাকায় হাইওয়ে পুলিশের চেক পোস্টে এসব বাস আটক করতে দেখা যায়। এছাড়াও গত দুই দিন তারা এসব বাস আটক করে আসছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ৫ মে থেকে গণপরিবহন চলাচলের ঘোষণা
কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, নিষেধাজ্ঞা অমান্য করায় গেল ২ দিনে কুমিল্লা অঞ্চলে শতাধিক বাস আটক করেছে হাইওয়ে পুলিশ। আটককৃত দূর পাল্লার এসব বাস স্ব-স্ব হাইওয়ে থানা ও ফাঁড়িতে রাখা হয়েছে।
আরও পড়ুন: করোনায় সড়কে গণপরিবহনের যাত্রা শুরু
তিনি বলেন, আটক বাসগুলোর বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি শ্রমিকদের
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এসব কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।