রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রের কংলাক পাহাড়ে অগ্নিকাণ্ডে তিনটি রির্সোট, একটি বাড়ি ও একটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল এএসপি আবদুল আওয়াল।
আরও পড়ুন: নরসিংদীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন দগ্ধ
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আগুনের সূত্রপাত হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রিসোর্ট মালিকরা।
আগুনে পুড়ে যাওয়া রিসোর্টগুলো হচ্ছে– মেঘছোঁয়া রিসোর্ট, ফুরেংগি রিসোর্ট ও দুমদে রিসোর্ট।
স্থানীয়রা জানায়, সাজেকের কংলাক পাড়ার একটি টিনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে দুমদে রিসোর্টে ছড়িয়ে পড়ে। এরপরে আরও দুইটি রিসোর্টে ছড়িয়ে যায়।
আরও পড়ুন: কেনিয়ার রাজধানীতে গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডে নিহত ৩, আহত ২৭১ জন