সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রাম আজ ঈদুল ফিতর উদযাপন করছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ৬টি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
উপজেলার ভাদড়া, ভাড়–খালী, মাহমুদপুর, বাউখোলাসহ ৬টি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।জামায়াতে মহিলাদের অংশগ্রহণও ছিলো।
আরও পড়ুন: লালমনিরহাটের কয়েকটি গ্রামে আজ ঈদ উদযাপন
বিগত একযুগ ধরে সাতক্ষীরা সদর, তালা ও আশাশুনি উপজেলার কয়েকটি গ্রামের মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে।
উল্লেখ্য, সৌদি আরবের সাথে মিল রেখে আজ লালমনিরহাটের কালীগঞ্জে তিন ইউনিয়নের শতাধিক পরিবারও ঈদুল ফিতর উদযাপন করছে।
আরও পড়ুন: শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে লালমনিরহাটের তুষভান্ডার ইউনিয়নের মুন্সীপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা ইমান আলী।
আরও পড়ুন: গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জ ও মুন্সীপাড়া গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবারের মুসল্লিরা বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন এবং প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।