জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশানে ভর্তি হওয়া জেলার কালিগঞ্জ উপজেলার লক্ষ্মীণাথপুর গ্রামের এনজিও কর্মী আমিরুল গাজীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি।
প্রতিষ্ঠানটির তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমিরুলের শরীরের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছিল। সেখান থেকে বৃহস্পতিবার সকালে রিপোর্ট হাতে পাওয়ার পর জানা গেছে তার শরীরে কোনো করোনা নেই।
এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় বিদেশফেরত আরও নতুন ৮৬ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত ২ হাজার ৮৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ছাড়পত্র পেয়েছে ৬১৬ জন।