সাভারের গেন্ডা এলাকায় সোমবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
এর আগে গত দুই মাস ধরে এ প্রতারক চক্রের মূল হোতাকে আটক করার চেষ্টা করেছিল পুলিশ কিন্তু ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাকে আটক করা সম্ভব হয়নি।
ভারতে পাচারের সময় সাতক্ষীরায় স্বর্ণসহ যুবক আটক
পুলিশ জানায়, সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি ঘর ও নলকূপ দেয়ার কথা বলে বঙ্গবন্ধু পক্ষাঘাত ও পেশাজীবী পরিষদ (বিপিপিপি) সংস্থা খুলে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে ঘর দেয়ার কথা বলে তিন কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে উঠে প্রতারণ চক্রের মূল হোতা আল আমিনের বিরুদ্ধে। পরে ভুক্তভোগীরা ঘর না পেয়ে সাভার উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে প্রতারক আল আমিনের বিরুদ্ধে তদন্তে নামে প্রশাসন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। প্রতারক আল আমিনকে আটক করায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
আরও পড়ুন: ছাদে ফুলের টবে গাঁজা চাষ: ১৯০টি চারাসহ আটক ১
২৯ কেজি গাঁজাসহ সিরাজগঞ্জে যুবক আটক
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সায়েদ জানান, আটক প্রতারক আল আমিনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রও পড়ুন; সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক