সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত দুলাল (৫৪) উপজেলার গুপিনাথপুর গ্রামের উত্তরপাড়ার মৃত জেদা মোল্লার ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তার নিয়ে গুপিনাথপুর গ্রামের মণি হাজী গ্রুপের সঙ্গে সানোয়ার গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত সোমবার সকালে মণি হাজী গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সানোয়ার প্রামাণিক গ্রুপের দুলালের বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মাদক জব্দ, গ্রেপ্তার ৩
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন এবং সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিকালে হাসপাতাল থেকে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে।
গত সোমবারের সংঘর্ষের ঘটনায় ৩৫ জন আহত হয়। তাদের শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু-বৃদ্ধ নিহত