সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে ক্রসবার-৩ এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কলেজ ছাত্র মাহবুবুর রহমানের (২২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
নিহত মাহবুবুর রহমান পৌর এলাকার কল্যাণী মহল্লার আব্দুল আজিজের ছেলে এবং স্থানীয় ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
আরও পড়ুন: রাজশাহীতে বাসার ছাদে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকালে ওই কলেজ ছাত্র বন্ধুদের সঙ্গে উল্লেখিত এলাকায় ফুটবল খেলছিল। এ সময় ভারী বৃষ্টি ও মেঘের তর্জন গর্জন শুরু হয় এবং বজ্রপাতে ওই কলেজ ছাত্রসহ ৪ জন আহত হয়।
তাদেরকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং ৩ জনকে ভর্তি করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক সপ্তাহ আগে মাহবুবুর রহমানের মা মারা যান। এদিকে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকার ব্যাপক শোকের ছায়া নেমেছে।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু