সেতুর গোলচত্বর এলাকা থেকে সোমবার রাতে তাদের আটক করা হয়।
তারা হলেন-গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাবা গ্রামের নুরুল ইসলামের ছেলে পিকঅ্যাপ ভ্যানচালক মো. খালেক (২৫) ও একই উপজেলার ফলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে চালকের সহকারী মো. মামুন মিয়া (৩৩) ।
আরও পড়ুন: ‘ইয়াবা ডন’ ফারুক: তিন অভিযানে মিলল ১৭.৭৫ লাখ ইয়াবা ও ১.৭১ কোটি টাকা
বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল থেকে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান চালানো হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি আলুবোঝাই পিকঅ্যাপ ভ্যানকে জব্দ করা হয়। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২৩৫ বোতল ফেনসিডিল ও ৯ প্যাকেট ভারতীয় মদ উদ্ধারসহ চালক মো. খালেক ও সহকারী মো. মামুন মিয়াকে আটক করা হয়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন:কক্সবাজারে নৌকা থেকে ৭ বস্তা ইয়াবা উদ্ধার, আটক ২
সার্বিক চিত্র:
সদ্য সমাপ্ত ২০২০ সালে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৭৩৮ কোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বের পর্যন্ত গত চালানো বিভিন্ন অভিযানে মাদকপাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩ হাজার ৫৯৪ জনকে আটক করেছে বিজিব।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে অবৈধভাবে সীমান্ত পার করার জন্য ৪৬ বাংলাদেশি, ১৩ ভারতীয় এবং পাঁচজন নাইজেরিয়ার নাগরিককে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন:টেকনাফে ১৫ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো শরিফুল ইসলাম জানান, জব্দ করা মাদকের মধ্যে প্রায় এক কোটি ৮ লাখের ইয়াবা ট্যাবলেট, ৫ লাখ ৩৫ হাজার বোতল ফেনসিডিল, এক লাখ ১৫ হাজার বোতল বিদেশি মদ, ৬ হাজার ৩৩৯ লিটার বাংলা মদ, ১০ হাজার ৪১৬ ক্যান বিয়ার, ৬২৪ কেজি মারিজুয়ানা, ২২ কেজি ১৭ গ্রাম হেরোইন, ৬৪ হাজার ১৬৯টি সেনেগ্রা ট্যাবলেট, ৪৬ হাজার ৬২১টি উত্তেজক ইনজেকশন এবং ৩০ লাখ ২৩ হাজার অন্যান্য ট্যাবলেট রয়েছে।