সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাসপাতাল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত হোসেন (২২) একই উপজেলার পৌর এলাকার ভাদাস পূর্বপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাক্টরের চালককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।
আরও পড়ুন: হিলি সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাড়াশ উপজেলা হাসপাতাল গেট এলাকায় মাটিবাহী একটি মাহিন্দ্র ট্রাক্টর দ্রুত গতিতে যাওয়ার সময় রাহাতকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা চালকসহ টাক্টরটি আটক করে এবং গুরুতর আহত অবস্থায় রাহাতকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রাশিদুল আজম জানান, আশঙ্কাজনক অবস্থায় রাহাতকে হাসপাতালে নিয়ে আসার পর তার দুই কান ও মুখ দিয়ে রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে চালককে উদ্ধার করে আটক ও টাক্টরটি জব্দ করে। সেই সঙ্গে লাশ থানায় আনা হয়।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
আরও পড়ুন: মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে প্রাক্তন স্ত্রীসহ নিহত ৬: শেরিফ