শুক্রবার অভিযানের এক পর্যায়ে বেলা ১১টার দিকে চার ব্যক্তি র্যাবের কাছে আত্মসর্মপণ করেন। তারা হলেন জেএমবির পাবনা-সিরাজগঞ্জ আঞ্চলের প্রধান পাবনার সাথিয়ার কিরণ (২২), একই এলাকার নাঈমুল ইসলাম (২১), দিনাজপুর সদরের আতিয়ার রহমান (২২) ও সাতক্ষীরার তালা উপজেলার আমিনুল ইসলাম শান্ত (২৫)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘একতলা ওই টিনশেড বাড়ির ভেতরে একাধিক সশস্ত্র ব্যক্তি রয়েছেন।’
অস্ত্র উদ্ধারসহ অভিযানের ব্যাপারে পরবর্তীতে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন র্যাবের এ কর্মকর্তা।
এদিকে, ঘিরে রাখা ওই বাড়িটি থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
সিরাজগঞ্জ র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহীর শাহ মখদুম থানা এলাকা থেকে নব্য জেএমবির আমির মাহবুদসহ চারজনকে আটক করেন র্যাব-৫ সদস্যরা। আটক আমিরের দেয়া তথ্যের ভিত্তিতে শাহজাদপুরের উকিলপাড়া মহল্লার ওই বাড়িটি শুক্রবার ভোর ৫টা থেকে ঘিরে রেখেছেন র্যাব-১২ সদস্যরা।
প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িটি খায়রুল ইসলাম নামে এক ব্যক্তির। নির্মাণাধীন বাড়িটির নিচতলায় কয়েকজন যুবক ভাড়া থাকতেন। রাতে সেখানে অপরিচিত লোকের আনাগোনা ছিল। যারা বাড়িটিতে বাস করতেন তাদের কয়েকজন পাশের মুদি দোকান চালাতেন। কেউ কেউ পাশের আলিফ-লাম-মীম ভাটার মোড়ে ভাজাপোড়া বিক্রি করতেন।