সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি ভাড়া বাসায় ছুরিকাঘাতে ওয়েন্টাও ওয়েই (৪৪) নামের এক চীনা নাগরিক নিহতের ঘটনায় মামলা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে নিহতের স্ত্রী ওয়াং কিউ আই ইউ জিং বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় তিনি হত্যার ঘটনার পর পুলিশ হেফাজতে থাকা ওয়েই’র সহকর্মী মি. শাওকে আসামি করেন। তিনি বর্তমানে আটক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: মিতু হত্যা: বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
পুলিশ জানায়, নগরীর পাঠানটুলার ওই বাসায় একসাথে ১২ জন চীনা নাগরিক বসবাস করতেন। তাঁরা সবাই কুমারগাঁওয়ের বিদ্যুৎ প্ল্যান্টে কাজ করতেন। গত মঙ্গলবার সকালের দিকে অধিকাংশ কাজে চলে যান। এরপর পঞ্চম তলার ৭ নম্বর ফ্ল্যাটে মারামারির শব্দ শুনতে পান স্থানীয়রা। তারা থানায় খবর পাঠালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
কোতায়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী জানান, ৩০২ ধারায় দায়ের করা হত্যা মামলায় মি. শাও ওই সহকর্মীকে একমাত্র আসামি করা হয়েছে। তিনি বর্তমানে আটক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, নিহত ওয়েন্টাও ওয়েই ও মামলার আসামি শাও রাতের কাজ শেষ করে মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসায় নাস্তার সময় হাত ধোয়া নিয়ে একে অপরের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে চীনা নাগরিক শাও তারই সহকর্মী ওয়েন্টাও-কে ছুরিকাঘাত করলে বাসাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত অবস্থায় শাওকে আটক করা হয়। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
আরও পড়ুন: পদ্মায় স্পিডবোট ডুবি: বোট মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা
সহকারী পুলিশ কমিশনার জানান, নিহত ওয়েন্টাও ওয়েইর লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। চীনা দূতাবাসের সিদ্ধান্ত অনুযায়ী নিহত ওয়েন্টাও ওয়েইর ময়নাতদন্ত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয় বলে জানান তিনি।