সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে মঙ্গলবার জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভর্তি হওয়া এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মৃত জুলেফা বেগমের (১৬) বাড়ি বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামে।
তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হওয়া ওই কিশোরী দুপুর ২টা ৫ মিনিটে মারা যায়।
তবে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, জীবিত থাকা অবস্থায় ওই কিশোরীর গলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। এটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
এর আগে শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টাইনে থাকা এক যুক্তরাজ্য প্রবাসী নারীর মৃত্যু হয়েছিল। তবে কোভিড-১৯ পরীক্ষায় দেখা গেছে তিনি এ ভাইরাসে আক্রান্ত ছিলেন না।