সিলেট সদর উপজেলা বাদাঘাটে বালুবাহী ট্রাকচাপায় মো. তারেক আহমদ মোহন নামের এক ফুটবলার নিহত হয়েছেন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আমাউড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহন সিলেটের জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের মকবুল আলীর ছেলে। মোহন সিলেট সদর উপজেলা ক্লাবসহ বিভিন্ন ক্লাবে নিয়মিত ফুটবল খেলতেন।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, সকালে বাসা থেকে বেরিয়ে নতুন বাজার খেয়াঘাট এলাকার চামাউরাকান্দি যান মোহন। তিনি যখন বাদাঘাট-বিমানবন্দর সড়কের পাশে পৌঁছন, তখন কয়েকজন শিক্ষার্থী সে সড়ক দিয়ে যাচ্ছিল। একই সময়ে বাদাঘাটের দিক থেকে বেপরোয়া গতিতে বালুভর্তি একটি ট্রাক আসছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে মোহন ট্রাক চালককে গতি কমাতে হাত দিয়ে ইশারা দেন। কিন্তু চালক গতি না কমিয়ে মোহনের উপর ট্রাক উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: টঙ্গীতে আখেরি মোনাজাতে অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান হামলায় নিহত ১৬, আহত ২৫: মুখপাত্র