সিলেটের গোয়াইনঘাটে নন্দীরগাঁও ইউনিয়নের চেঙেরখাল নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খেয়া নৌকা ডুবে স্ত্রী মৃত্যু স্বামী নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া তাদের শিশুসন্তান রুহুল আমিনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটার পর চার জনকে আটক করে পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
মৃত হায়ারুন বেগম (৪৫) গোয়াইনঘাট উপজেলার হাতিরকান্দি গ্রামের ৬৫ বছরের আনফর আলী বাদু স্ত্রী।
আরও পড়ুন: নৌকাডুবি: ছেলে-ভাতিজা উদ্ধার করে নিখোঁজ হলেন হযরত আলী
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে আনফর আলী বাদু ও হায়ারুন বেগম তাদের শিশুসন্তান রুহুল আমিনকে নিয়ে চেঙ্গের খাল নদীর খেয়া পার হচ্ছিলেন। এ সময় গোয়াইনঘাটগামী একটি বালুবাহী বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে ওই তিনযাত্রী নদীতে পরে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর হায়ারুন বেগমের লাশ ও শিশু রুহুল আমিনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ আনফর আলীকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: কর্ণফুলীতে সাম্পান উল্টে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের লাশ উদ্ধার করেছে। অপর নিখোঁজ বৃদ্ধের সন্ধানে মঙ্গলবার ভোর থেকে উদ্ধার অভিযান চালানো হবে।
এই ঘটনায় চার জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।