সিলেটে লেগুনার ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরে জৈন্তিয়া গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী ইউসুফ আহমদ (৭) জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ও কানাইঘাট উপজেলার মানিকগঞ্জে বাউর ভাগপূর্ব গ্রামের সৌদিআরব প্রবাসী বুলবুল আহমেদের ছেলে। বর্তমানে জৈন্তাপুরের ঘাটেরচটি গ্রামের আবু সাইদ (পোস্ট মাস্টার) এর বাড়িতে ভাড়া থাকেন বুলবুলের পরিবার।
আরও পড়ুন: সিলেটে ২৪ ঘণ্টায় সড়কে ৪ জনের প্রাণহানি
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ স্কুল শেষে তার মায়ের সঙ্গেই বাড়ি ফিরছিলো। কিন্তু রাস্তা পারাপারের সময় জাফলংগামী দ্রুতগামী লেগুনা গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় সিএমএইচে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. কবির জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং ঘাতক লেগুনা জব্দ করি।
কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম-সিলেটের মধ্যে দেড় ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক