সিলেটে সাইবার অপরাধ চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (২৬ মার্চ) সকালে নগরীর শামীমাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের অন্যতম মূলহোতাকে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তার মো. রুমেন হোসেনকে (২৩) সুনামগঞ্জ জেলার ছাতক থানার কুমারকান্দি এলাকার মৃত আফরোজ মিয়ার ছেলে।
র্যাব-৯ জানায়, রুমেন শামীমাবাদ এলাকার একটি তিনতলা বাসা ভাড়া করে নিচতলায় ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। অভিযানকালে তার কাছ থেকে সাইবার অপরাধের কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি কম্পিউটার সিপিইউ, একটি কি-বোর্ড, একটি মাউস, একটি কম্পিউটার মনিটর, তিনটি স্মার্ট ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক তথ্য-প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে টেলিগ্রাম আইডি ব্যবহার করে তৃতীয়পক্ষের মাধ্যমে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত মোবাইল কল ডাটা (সিডিআর) এবং জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে অর্থের বিনিময়ে মানুষের নিকট সরবরাহ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।
রুমেনের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দ আলামতসহ সোমবার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনায় 'প্রলয় গ্যাংয়ের' দুই সদস্য গ্রেপ্তার
কুষ্টিয়ায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের এমডির গাড়িচালক হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার