সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের পাশে ২১ জানুয়ারি বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন।
দগ্ধদের মধ্যে দুইজনকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের একজন মতি মিয়া মারা গেছেন।
আরও পড়ুন: বাঁশখালীতে আগুনে পুড়ে গেছে ৫ দোকান ও ১২টি অটোরিকশা
নিহত মতি মিয়া (৬০) সিলেট নগরীর ঘাসিটুলা বেতের বাজার এলাকার মৃত মিছির আলীর ছেলে।
শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মতি মিয়ার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ।
এর আগে গত ২১ জানুয়ারি বিকালে পাঠানটুলা এলাকার নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটে।