৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ২৫ ইউনিয়নের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এদিকে একই দিন বিভাগের ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণের কথা থাকলেও উচ্চ আদালতের আদেশে একটি ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত হওয়া ইউনিয়ন হলো দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: বোরহানউদ্দিনে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে আহত ১০
এছাড়া সিলেট জেলার বিশ্বনাথ, ওসমানীনগর ও দক্ষিণ সুরমা উপজেলার ১৭টি ইউনিয়নে এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জের ৮টি ইউনিয়নে নির্বাচন ভোটগ্রহণ চলছে। এই ধাপের নির্বাচনে সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: ঠাকুরগাঁওয়ে সংঘর্ষে নিহত ৩
নির্বাচন অফিস জানায়, প্রতিটি কেন্দ্রে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে চার পুলিশ ও প্রতি তিন কেন্দ্রে পাঁচ সদস্যের একটি করে মোবাইল টিম রয়েছে। ২৫ ইউনিয়নে মোট ৫০টি মোবাইল টিম রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাবের পাঁচটি টিম, চার প্লাটুন বিজিবি, প্রতি উপজেলায় দু‘জন করে বিচারিক ও তিন জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।