ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৭৫ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৯ জনের করোনা শনাক্ত হয়। তারা বিভাগের চার জেলার বাসিন্দা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে সিলেট জেলায় ৫১ জন, সুনামগঞ্জের পাঁচজন, হবিগঞ্জের ১২ জন এবং মৌলভীবাজার জেলার ছয়জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে পাঁচজন চিকিৎসকও রয়েছেন।
সিলেট জেলার শনাক্তদের মধ্যে ২৯ জন সিটি করপোরেশন ও সদর উপজেলার, কানাইঘাট উপজেলায় ছয়জন, জকিগঞ্জে চারজন, বিশ্বনাথে চারজন, বালাগঞ্জে তিনজন, বিয়ানীবাজার ও জৈন্তাপুরে দুজন করে এবং গোয়াইনঘাট ও গোলাপগঞ্জে একজন করে রয়েছেন।
এদিকে শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, তাদের ল্যাবে ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে দুজন সিলেট জেলার এবং ২৭ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সিলেট বিভাগে বুধবার রাত ১০টা পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ১৫০ জনের। এর মধ্যে সিলেটে ৩ হাজার ৭৬৭ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৭৬ জন, হবিগঞ্জে ১ হাজার ১০৩ জন এবং মৌলভীবাজারে ৯০৪ জন শনাক্ত হয়েছেন।
করোনায় এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯১ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলার ১০ জন আছেন।