চট্টগ্রামের সীতাকুণ্ড শিপব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজ কাটার সময় জাহাজের উপর থেকে পড়ে মো. হারুনুর রশিদ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত শ্রমিক হারুনুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় স্থানীয় সাংবাদিক নিহত
শিপ ইয়ার্ডের ব্যবস্থাপক মোহাম্মদ হাসান বলেন, সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের সমুদ্র উপকুল এলাকায় অবস্থিত বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন টগী গ্রিন শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং লিমিটেডের ইয়ার্ডে জাহাজ কাটার সময় কাটিং শ্রমিক হারুন জাহাজের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন।
পরে আমাদের অন্য কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ইয়ার্ড কর্তৃপক্ষ তাদের একজন শ্রমিকের মৃত্যুর খবর আমাদেরকে ফোন করে জানিয়েছে। আমরা আইন অনুযায়ী এ ঘটনার ব্যবস্থা নেবো।
আরও পড়ুন: মিরসরাই দুর্ঘটনায় লেগুনা চালক নিহত, আহত ১০
সিলেট ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২