সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্রামের পূর্বহাটি এলাকার মুক্তিযোদ্ধা মৃত মরম আলীর ছেলে বকুল মিয়ার ঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে এই আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে আগুনে পুড়ে গেছে কয়েকটি ঘর, গোডাউন
খবর পেয়ে জেলার দিরাই উপজেলা ফায়ার সাভির্সের একটি ইউনিট এবং গ্রামবাসী কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
টাইলা গ্রামের সুজন তালুকদার জানান, আগুন ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ও দিরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুন ১০ টি ঘর, ধানচাল, সোন গহনা সহ প্রায় দেড়কোটি কাটার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরের টঙ্গীতে ঝুট মালামালের গোডাউনে আগুন
টাইলা গ্রামের ক্ষতিগ্রস্ত মো. বকুল মিয়া জানান, গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণে তার ঘরে প্রথমে আগুন ছড়িয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই পাশের ঘরসহ আরও কমপক্ষে দশটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। নিমিষেই সবকিছু ধবংস হয়ে গেছে। এ সময় তিনি সরকার ও প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের দাবি জানান ।
আরও পড়ুন: চাঁদপুরে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু
দিরাই ফায়ার সার্ভিসের লিডার মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদী পারাপারের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হলেও গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছি। তবে ক্ষতির পরিমাণ প্রায় দেড়কোটি টাকার কাছাকাছি হবে।