সুনামগঞ্জ, ০৮ মে (ইউএনবি)-সুনামগঞ্জের তাহিরপুরে ৭০০ টাকা দামের সোলার প্যানেলের ব্যাটারি চুরিতে বাধা দেয়ার কারণে ছুরিকাঘাতে গ্রাম পুলিশ আব্দুর রউফকে হত্যা করা হয়েছে।
এরপর ঘটনারদিন রাতে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়। তারা হলেন -হলহলিয়া গ্রামের আব্দুল হেকিম ও বোরোখাড়া গ্রামের এনামুল হক।
শনিবার দুপুর ২টার দিকে শহরের মল্লিকপুর এলাকায় র্যা ব ক্যাম্পে সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ র্যা ব ক্যাম্প সিপিসি ৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সিঞ্চন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বোরোখাড়া গ্রামে আব্দুর রউফ নামের এক গ্রাম পুলিশকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই র্যা ব অপরাধীদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। র্যা বের গোয়েন্দা তৎপরতায় ক্লুলেস খুনের মোটিভ বের হয়ে আসে। এ ঘটনায় ওই রাতে আব্দুল হেকিম ও এনামুল হককে আটক করে র্যা ব। র্যা বের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটককৃতদের তাহিরপুর থানায় হস্তান্তর করছে