জানা গেছে, ওই যুবক নারায়ণগঞ্জের একটি হোটেলে কাজ করতেন । গত ৫ এপ্রিল বাড়িতে এসে তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর গ্রামের লোকজন বিষয়টি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। পরে সৈয়দপুর উপজেলা প্রশাসন থেকে তাকে কোয়ারেন্টাইনে নেয়া হয়।
পরবর্তীতে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে গত ৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনায় আক্রান্ত বলে জানা যায়।
নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, রিপোর্ট পজেটিভ আসার পর ওই যুবককে সৈয়দপুর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। সেই সাথে ওই যুবকের বাড়িসহ তার আশপাশের আরও ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
এর আগে ৭ এপ্রিল জেলার কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের করোনা পজেটিভ পাওয়া যায়।