সৌদি আরবের মক্কা নগরীতে ওমরাহ করে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১২ আগস্ট) সৌদি আরবের সময় দুপুর ২টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ মাঝির (৩২) বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামে। এই দুর্ঘটনায় তার বাবা বাচ্চু মিয়া (৫৫) এবং ছোট ভাই রাকিবসহ (২৫) আরও একজন গুরুতর আহত হন।
আরও পড়ুন: জার্মানে করোনায় চাঁদপুর প্রবাসীর মৃত্যু
বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহেল খান।
তারা জানান, প্রবাসী বাচ্চু মিয়া, তার দুই ছেলে ইউসুফ মাঝি, রাকিব ও আরও এক প্রবাসী এক সঙ্গে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরীতে যান।
শনিবার দুপুরে ওমরাহর আনুষ্ঠানিকতা শেষে একটি গাড়িযোগে কর্মস্থলে ফিরছিলেন তারা। এসময় দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলে মারা যান ইউসুফ মাঝি।
এই ঘটনায় গাড়িতে থাকা বাচ্চু মাঝি, ছেলে রাকিব মাঝি এবং তাদের সহযাত্রী একজন গুরুতর আহত হন। আহতদের সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০ বছর আগে সৌদি আরব যান বাচ্চু মাঝি এবং ১০ বছর আগে যান ইউছুফ মাঝি ও তার ছোট ভাই রাকিব।
আরও পড়ুন: ওসমানীনগর ট্রাজেডি: আরেক যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যু
মোটরসাইকেলের সাথে সিএনজির ধাক্কা: চট্টগ্রামে আহত প্রবাসীর মৃত্যু