সুনামগঞ্জের জগন্নাথপুরে স্কুল কমিটিতে নাম রাখা না রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০১ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে জেলার জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামে সংঘর্ষের সময় বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ।
সংঘর্ষে আহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তারা হলেন-নোমান আহমদ, আবদুস সালাম, শমসের উদ্দিন, জাকির আহমদ, নুর আলম, ইউনুছ মিয়া, জুবেল। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের স্থানীয় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুর আলম, ফরুক আহমদ, সুজন মিয়া, আলী নুর, শাহ আলম, জাকির আহমদ, সিজিল উল্লাহ, আংগুর মিয়া, হেলাল মিয়া, রুবেল মিয়া, নজরুল ইসলাম, মনর আলী, সফু মিয়া ও আবদুল আউয়াল।
আরও পড়ুন: সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত
জানা গেছে, গত কয়েক মাস ধরে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে নাম রাখা ও না রাখা নিয়ে গ্রামের যুক্তরাজ্য প্রবাসী উস্তার গণি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে উত্তেজনা হলেও থানা পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অবশেষে ১ নভেম্বর রাত প্রায় সাড়ে ১০ টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমান জানান, সংঘর্ষে তাদের পক্ষে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের অভিযানে পাঁচটি সুলফি, ৩৯টি সুপারি গাছের শলা, একটি ত্রিশুল, ছয়টি লাঠি ও তিনটি ঢালসহ উভয় পক্ষের আহতসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
সংঘর্ষ ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আবদুস ছত্তার জানান, গ্রেপ্তার আসামিদের মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
আরও পড়ুন:সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ