ফেনীতে স্বর্ণের বার ছিনিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ডে থাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইফুল ইসলামসহ ৬ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিকালে পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইফুল ইসলামকে চারদিন ও অপর ৫ আসামিকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খান আসামীদের রিমান্ডের আদেশ দেন।
দুপুরে ডাকাতি মামলার আসামি ফেনী জেলা ওসি সাইফুল ইসলাম, এসআই মোতোহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানাকে ফেনী মডেল থানা থেকে আদালতে তোলা হয়। এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালতে আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
ফেনী আদালত পুলিশের পরিদর্শক গোলাম জিনালী জানান, মামলার তদন্ত কর্মকর্তা মনির হোসেন আদালতে আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করলে ডিবির ওসি সাইফুল ইসলামকে চারদিন ও অপর ৫ আসামিকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এর আগে মঙ্গলবার রাতে তাদের জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে ৬ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের পর ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার কর্মকর্তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী জানান, চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর মামলার পরিপ্রেক্ষিতে ফেনী গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম এবং তিন উপপরিদর্শক (এসআই) এবং দুজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ছয় জনকে আটক করে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতির মামলা হয়েছে।
পুলিশ সুপার জানান, গত রবিবার (৮ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর ফ্লাইওভারের নিচে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তিদাসকে আটক করে তার কাছ থেকে ২০টি স্বর্ণের বার নিয়ে যায় অভিযুক্তরা। মঙ্গলবার গোপাল কান্তিদাস এ বিষয়ে জেলা পুলিশ সুপার বরারব লিখিত অভিযোগের পর তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর রাত সাড়ে ১১টায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। স্বর্ণের বারগুলো ওই ব্যবসায়ীর বৈধ অথবা অবৈধ কি-না, সেটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ব্যবসায়ী গোপাল কান্তিদাস জানান, ২০টি স্বর্ণের বারের দাম এক কোটি ২৪ লাখ টাকা।
আরও পড়ুন: ফেনীতে ডিবির ওসিসহ ৬ কর্মকর্তা গ্রেপ্তার, স্বর্ণের বার উদ্ধার