করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আসা রোগী ও স্বজনদের গত ২২ দিন ধরে খাবার দিয়ে যাচ্ছেন শহরের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।
বৃহস্পতিবার দুপরে সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ওই ব্যক্তি নিজে প্রকাশ্যে না এসে সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নিছারের তত্ত্বাবধানে কয়েকজন প্রতিনিধির মাধ্যমে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনদের খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন।
খাবারের প্রতি প্যাকেটের মধ্যে রয়েছে ভাত, ডিম ও মুরগির মাংস। প্রতিদিনই ৬০ থেকে ৭০ জনের মাঝে এক বেলা এ খাবারের বিতরণ কার্যক্রম চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রোগী ও স্বজনদের হাতে খাবার পৌঁছে দিচ্ছি।’
এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।